সারা বছর ঠান্ডাজনিত সমস্যায় করণীয়

পরামর্শ দিয়েছেন—ল্যাবএইড ক্যানসার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারের ইন্টারনাল মেডিসিন, অ্যালার্জি ও রিউম্যাটোলজি বিশেষজ্ঞ ডা. জুবায়ের আহমদ

প্রশ্ন: আমার বয়স ১৮ বছর। কয়েক বছর ধরে আমি ঠান্ডাজনিত সমস্যায় ভুগছি, যা সারা বছর কমবেশি থাকে। অ্যালোপ্যাথি বা হোমিওপ্যাথি কোনো ওষুধই স্থায়ীভাবে কাজ করছে না। দয়া করে পরামর্শ দেবেন।

পরামর্শ: আপনার বর্ণনা পড়ে মনে হচ্ছে, আপনি অ্যালার্জিক রাইনাইটিসে ভুগছেন। এটি হলে সারা বছর সর্দি লেগে থাকে। রোগটির সঙ্গে আবহাওয়ার সম্পর্ক আছে। এর ফলে আবহাওয়ার তারতম্যের সঙ্গে সঙ্গে এটি বাড়তে বা কমতে পারে। অ্যালার্জির স্বরূপ নির্ণয়ের একাধিক পরীক্ষা আছে। পরীক্ষা করে দেখতে হবে, কোন কোন খাবার বা কী ধরনের পরিবেশে আপনার অ্যালার্জির উদ্রেক হয়। সেসব খাবার বা পরিবেশ এড়িয়ে চলতে হবে। তবে অবশ্যই একজন চিকিৎসকের নির্দেশনা মেনে পরীক্ষা করাবেন এবং পরবর্তী ব্যবস্থা নেবেন। একজন নাক-কান-গলা রোগবিশেষজ্ঞ চিকিৎসক দেখিয়ে নিন। অনেক সময় নাকের সমস্যার কারণেও এমন হয়ে থাকে।

Source: https://www.prothomalo.com/lifestyle/health/bx31lxv8hj

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *