উইন্ডোজের সঙ্গে অ্যান্ড্রয়েডের ফাইল শেয়ারিং যেভাবে

উইন্ডোজ ১১-এর অ্যান্ড্রয়েড ফিচারে এবার যোগ হলো ফাইল শেয়ারিংয়ের সুবিধা। অ্যান্ড্রয়েডের জন্য উইন্ডোজের এই সাব-সিস্টেমটি সম্প্রতি উইন্ডোজ ইনসাইডারে পরীক্ষামূলকভাবে ফাইল শেয়ারিং, ড্র্যাগ অ্যান্ড ড্রপ সাপোর্ট, ক্যামেরা ইমপ্রুভমেন্ট এবং কিছু বাগের সমাধান করা হয়েছে।

একটি ব্লগপোস্টে উইন্ডোজ সাবসিস্টেমের অ্যান্ড্রয়েড টিম জানায়, আমরা কমিউনিটির অনুরোধ শুনে থাকি। আর উইন্ডোজ এবং সাবসিস্টেমের সঙ্গে ফাইল শেয়ারিংয়ের বিষয়টি অনেকেই অনুরোধ করেছে। এই সুবিধাটি যুক্ত করতে পেরে আমরাও খুব আনন্দিত। এর মাধ্যমে ডকুমেন্ট বা ছবির মতো ফাইল শেয়ার করা যাবে।

সংবাদমাধ্যম ভার্জ জানায়, নিরাপত্তার কারণে এই ফাইল শেয়ারিং ফিচারে শুধু ডকুমেন্ট আর ছবি শেয়ার করা যাবে। তাও সেটা শুধু উইন্ডোজ ইউজার প্রোফাইল ফোল্ডারে। অন্যান্য ফাইল যেমন- উইন্ডোজ সিস্টেম ফোল্ডার, এক্সটারনাল ড্রাইভ অথবা ফোল্ডারের মতো প্রোগ্রাম ফাইল ইত্যাদি শেয়ার করা যাবে না। কিছু কিছু ফাইলের টাইপ যেমন ডটইএক্সই শেয়ারিংয়ের সুবিধা থেকে বাদ রাখা রয়েছে।

Source: https://www.banglatribune.com/tech-and-gadget/803567/%E0%A6%89%E0%A6%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8B%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%B8%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87-%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A7%8D%E0%A6%B0%E0%A7%9F%E0%A7%87%E0%A6%A1%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B2-%E0%A6%B6%E0%A7%87%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0%E0%A6%BF%E0%A6%82-%E0%A6%AF%E0%A7%87%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AC%E0%A7%87

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *