হাঁটু ফোলা কী এবং কেন

হাঁটুতে কোনো সমস্যা বা অস্বস্তি থাকলে আমাদের স্বাভাবিক হাঁটর বাধাগ্রস্ত হয়। হাঁটুতে যেসব সমস্যা হয়, তার মধ্যে ফোলে যাওয়া অন্যতম।

হাঁটু ফোলে যাওয়ার নানা কারণ রয়েছে। অধিকাংশক্ষেত্রে হাঁটু ফোলা ছাড়া ব্যথাও থাকে। দুই হাঁটু সবসময় একসাথে ফোলে না।

 

হাঁটু ফোলে যাওয়ার কারণ:

হাঁটুতে কোনো আঘাত লাগার ফলে হাঁটুর হাড় ভেঙে গেলে। অস্টিওআর্থাইটিস বা হাড়ের ক্ষয়রোগ, রিউমাটয়েড় আর্থাইটিস, টিউবারকোলোসিস। এছাড়া  হিমোফেলিয়ার কারণেও হাঁটু ফুলতে পারে।

হাঁটু ফোলার অন্যান্য উপসর্গ:

হাঁটু ফোলার সঙ্গে হাঁটুতে ব্যথা থাকতে পারে।
শরীরে জ্বর থাকতে পারে।
ব্যথার ইতিহাস থাকতে পারে।
শরীরের অন্যান্য জয়েন্ট ফুলে যেতে পারে।

হাঁটু ফোলে গেলে কী করবেন:

হাঁটু ফোলে গেলে এটিকে হালকাভাবে নেওয়ার অবকাশ নেই। খুব গুরুত্বের সঙ্গে এটাকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। এক্ষেত্রে মেডিসিন, অর্থোপেডিক, রিউমাটোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে পারেন।

চিকিৎসা:

হাঁটু ফোলে গেলে ধরে নিতে হবে হাঁটুর জয়েন্টে পানি জমে থাকতে পারে। সেক্ষেত্রে পানি বের করে যে কারণে পানি জমেছে সে কারণের চিকিৎসা করতে হবে।

ডা. মোহাম্মদ আনিসুর রহমান, বিভাগীয় সম্পাদক, স্বাস্থ্য

Source: https://www.banglanews24.com/lifestyle/news/bd/1115767.details

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *