চুলের রুক্ষতা দূর করতে যা করবেন

আমাদের চুল ভালো রাখতে নিয়মিত তেল ও যত্ন নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা। মাথার স্ক্যাল্প পরিষ্কার রাখা ছাড়াও কিছু নিয়ম মেনে চলার কথা বলেন তারা।

চুল ভেঙে যাওয়া, খুশকি, চুল পড়ার পাশাপাশি চুলের রুক্ষতা দূর করতে অনবদ্য নারিকেল তেল।

সপ্তাহে একদিন নারিকেল তেল চুলের মাখলে শুষ্কতা দূর হবে। এজন্য আপনাকে প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো নারিকেল তেল নিয়ে কুসুম গরম করতে হবে। এরপর মাথার তালুতে ঘষে ঘষে আগা পর্যন্ত দিতে হবে। তেল মাখা চুল সারারাত রাখবেন। সকালে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল।

মাথার ত্বকের জীবাণু দূর করে নারিকেল তেলে থাকা অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান। চুলের আগা ফাটাও রোধ করে নারিকেল তেল। প্রাকৃতিকভাবে চুলে ময়েশ্চার ফিরিয়ে আনে নারিকেল তেল। খুশকি দূর করতে পারে গরম নারিকেল তেল। নিয়মিত ব্যবহারে চুলে ফিরে আসে উজ্জ্বলতা।

Source: https://www.banglanews24.com/lifestyle/news/bd/1115818.details

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *