হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা থাকায় আদান-প্রদান করা তথ্য প্রেরক ও প্রাপক ছাড়া অন্য কেউ জানতে পারেন না। ফলে ব্যবহারকারীরাও নিশ্চিন্তে বিভিন্ন গুরুত্বপূর্ণ বার্তা বা ছবি একে অপরকে পাঠিয়ে থাকেন। কেউ কেউ হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা তথ্যগুলো গুগল ড্রাইভে সংরক্ষণ করেন। আর তাই ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা দিতে গুগল ড্রাইভে তথ্য জমা রাখার আগে সেগুলোও এনক্রিপশন করে দেয় হোয়াটসঅ্যাপ। ফলে গুগলের অনলাইন স্টোরেজে জমা রাখা হোয়াটসঅ্যাপ তথ্যও নিরাপদ থাকে। গুগল ড্রাইভে তথ্য জমা রাখার আগে হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালুর পদ্ধতি দেখে নেওয়া যাক।
গুগল ড্রাইভে তথ্য জমা রাখার আগে সেগুলো এনক্রিপশন করার জন্য হালনাগাদ হোয়াটসঅ্যাপ সংস্করণ ব্যবহার করতে হবে। এরপর হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড অ্যাপে প্রবেশ করে ওপরে থাকা তিনটি ডট মেনু বাটনে ট্যাপ করার পর সেটিংস অপশন নির্বাচন করতে হবে। এরপর চ্যাটস অপশন নির্বাচন করে পরবর্তী পৃষ্ঠায় থাকা চ্যাট ব্যাকআপ অপশনে ট্যাপ করতে হবে। তথ্যগুলো এন্ড টু এন্ড এনক্রিপটেড পদ্ধতিতে সংরক্ষণ না হলে ‘এন্ড টু এন্ড এনক্রিপটেড ব্যাকআপ’ বাটনে ট্যাপ করতে হবে। এবার পরবর্তী পৃষ্ঠার একেবারে নিচে থাকা টার্ন অন অপশন ট্যাপ করে পাসওয়ার্ড লিখতে হবে। এরপর ক্রিয়েট বাটনে প্রেস করলেই গুগল ড্রাইভে তথ্য সংরক্ষণের জন্য হোয়াটসঅ্যাপের এন্ড টু এন্ড এনক্রিপশন সুবিধা চালু হবে।
Source: https://www.prothomalo.com/technology/advice/3gvgvyw9n8