গুগল ম্যাপসে বাসার ঠিকানা পরিবর্তন করবেন যেভাবে

গুগল ম্যাপসে বাসার ঠিকানা যুক্ত থাকলে যেকোনো জায়গা থেকে দ্রুত বাসায় ফেরার পথের দিকনির্দেশনা পাওয়া যায়। আর তাই অনেকেই গুগল ম্যাপসে নিজের বাসার ঠিকানা যুক্ত করেন। কিন্তু বাসা পরিবর্তন করলে পুরোনো ঠিকানার কারণে পথের ভুল দিকনির্দেশনা দেখিয়ে থাকে গুগল ম্যাপস। ফলে বেশ ঝামেলায় পড়তে হয়। গুগল ম্যাপসে বাসার ঠিকানা পরিবর্তন করে সহজেই এ সমস্যার সমাধান করা যায়। গুগল ম্যাপসে বাসার ঠিকানা পরিবর্তনের পদ্ধতি দেখে নেওয়া যাক…

বাসার ঠিকানা পরিবর্তনের জন্য গুগল ম্যাপস চালু করে ডান দিকে থাকা প্রোফাইল ছবিতে ক্লিক করে ‘সেটিংস’ থেকে ‘এডিট হোম অর ওয়ার্ক’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘লেবেলড’ ট্যাবের ‘হোম’ অপশনে থাকা তিনটি ডট আইকন ট্যাপ করে ‘এডিট হোম’ নির্বাচন করে সার্চবারের ডান পাশের ক্রস চিহ্ন ট্যাপ করলেই পুরোনো বাসার ঠিকানা মুছে যাবে। এবার নতুন বাসার ঠিকানা লিখলেই গুগল ম্যাপসে বাসার ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। চাইলে গুগল ম্যাপসে বাসার অবস্থান নির্বাচন করেও ঠিকানা পরিবর্তন করা যাবে।

Source: https://www.prothomalo.com/technology/advice/bn6w90d1o7

Recommended Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *